শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় ৫ম ধাপে আসন্ন ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ৭ নং পাটিচরা ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় পাটিচরা ইউপির আমবাটি মোড়ের জামে মসজিদ প্রাঙ্গণে পাটিচরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাসেম চৌধুরী এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গৌতম দে সহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের বিপুল পরিমাণ নেতা-কর্মী ও সমর্থক।
এ সময় সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ । নির্বাচনে যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করবেন কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন, তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নিতে কোন কার্পণ্য করবেনা বলে এই কর্মী সম্মেলন হতে কঠোর হুঁশিয়ারি জানানো হয়। এদিকে নৌকার প্রার্থী রায়হানুল আলম এর অতিতের সকল ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এবং পাটিচরা ইউপিতে উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আকুল আবেদন জানান ঐ কর্মী সম্মেলনস্থল হতে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.