কাওছার হাবিব-স্টাফ রিপোর্টার:
নওগাঁর পত্নীতলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী (১৭-১৯) উন্নয়ন মেলা-২০২৩ উদ্ভোধন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী এই মেলার উদ্ভোধন করা হয়।মেলা উদ্ভোধন শেষে প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি গণ ও উপজেলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সুধীজন প্রমুখ। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। এই মেলা ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন টিম স্থানীয় জনপ্রতিনিধি টিম কে ০২-০১গোলে পরাজিত করে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.