শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
রোগীদের জীবন নিয়ে জুয়াই মেথে উঠেছে কিছু অসাধু ক্লিনিক মালিকরা। নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন ক্লিনিকের সহকারী সার্জন হিসাবে কাজ করছেন একাধিক ব্যক্তি। যাদের নেই কোন সহকারী সার্জন এর সনদ। আছে শুধু কেবল মাত্র ৫ম শ্রেণী, ৮ম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পাশ করা সনদ। দির্ঘ্যদিনের অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে প্রতিবেদকের হাতে।
অনুসন্ধানে উঠে এসেছে পত্নীতলার ডক্টরস ক্লিনিকে সহকারী সার্জন হিসাবে কাজ করছেন সজ্ঞিত কুমার ( এসএসসি ) ও মোছা: সালমা (এইচএসসি), দি ল্যাব এইড ক্লিনিকে রবিন্দ্রনাথ ঠাকুর রবি (এসএসসি ) ও মোছা: সুলতানা (৮ম শ্রেণী ), পদ্মা ক্লিনিকে মো: মামুনুর রশিদ (এসএসসি) ও মোছা: আরজিনা আক্তার ( ৫ম শ্রেণী ), পুপলার ক্লিনিকে মো: জুয়েল রানা (৮ম শ্রেণী), কল্পনা ক্লিনিকে মো: জালাল উদ্দিন( এসএসসি) ও মোছা: মায়া খাতুন ( ৮ম শ্রেণী), ফাতেমা ক্লিনিকে মোছা: মুন্নী আক্তার ( ইলেকট্্িরক ইঞ্জিনিয়ার ), মুক্তি ক্লিনিকে মোছা: রোকসানা ( ডিপ্লোমা নার্স ), হলি ক্লিনিকে সেতু ( এসএসসি ) ও চপল ( ডিএমএফ ), জমজম ক্লিনিকে মিনা ( এসএসসি) পাশ করা।
এবিষয়ে এলাকার সুধিসমাজরা বলেন, আমাদের পত্নীতলায় অধিকাংশ ক্লিনিকই মানব সেবা নামে মানুষের জীবন নিয়ে জুয়া খেলায় মেথে উঠেছে। কিন্তু ভালো মানের ক্লিনিক না পাওয়াই আমরা নিরুপায় হয়ে তাদের কাছে গিয়ে বিভিন্ন ধরণের অপারেশন করি। এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ করা অতিবপ্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.