• আইন ও আদালত

    পত্নীতলায় মাদকসহ যুবলীগ নেতা সমাপন ও তার সহযোগী রানা আটক

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ৯:১৬:০৯ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর পত্নীতলায় মাদক সেবন করতে গিয়ে ফেনসিডিল সহ সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন ও তার সঙ্গী রানাকে জামালপুর এলাকায় আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে আটক কৃতদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয় । আটকৃত সমাপন সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তার সঙ্গী উপজেলার তাজপুর গ্রামের রানা।

    বিজিবি জানায়, তারা দুজন ফেন্সিডিল সেবন করার পর বহন করে নিয়ে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশী করে ২ বোতল ভারতীয় ফেনসিডিল, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরদিন শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ