প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ৯:১৬:০৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় মাদক সেবন করতে গিয়ে ফেনসিডিল সহ সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন ও তার সঙ্গী রানাকে জামালপুর এলাকায় আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে আটক কৃতদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয় । আটকৃত সমাপন সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তার সঙ্গী উপজেলার তাজপুর গ্রামের রানা।
বিজিবি জানায়, তারা দুজন ফেন্সিডিল সেবন করার পর বহন করে নিয়ে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশী করে ২ বোতল ভারতীয় ফেনসিডিল, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরদিন শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্!