• কৃষি

    পত্নীতলায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ

      প্রতিনিধি ৩ মে ২০২৩ , ১০:০১:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ কাওছার হাবিব-স্টাফ রিপোর্টার:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের প্রান্তিক কৃষক শুকুর আলীর দুই বিঘা জমির পাকা ধান কেটে তা মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২মে) সকাল থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এবং সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শ্রমিক সংকটে থাকা প্রান্তিক কৃষক শুকুর আলীর পাকা ধান কেটে তা মাড়াই করে ঐ কৃষকের ঘরে তুলে দেন তারা।

    এতে করে ঐ প্রান্তিক কৃষকের জমিতে থাকা পাকা ধান নিয়ে দুঃশ্চিন্তা দূর হয়েছে বলে জানিয়েছেন তিনি। কৃষক শুকুর আলী জানান, তার জমির পরিমান প্রায় দুই বিঘা। তার জমি পার-শিকারপুর ইউনিয়নের দিঘলী বিল মাঠে। এই মাঠের প্রায় ৮০ শতাংশ ধান কেটে ঘরে তুলেছেন অন্যান্য চাষীরা। কিন্তু বর্তমানে শ্রমিক না থাকায় তার জমির ধান কাটতে সমস্যা হচ্ছিলো। এমন সময় তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলে আজ জেলা ছাত্রলীগের একটি টিম এসে তার জমি থেকে ধান কেটে তা মাড়াই করে দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ