কাওছার হাবিব- স্টাফ রিপোর্টার:
“পত্নীতলা ইউএনও রুমানার বদলির খবরে মিষ্টি বিতরণ”সহ পৃথক শিরোনামে সম্প্রতি দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটির সম্পূর্ণ অসত্য ও ভুয়া বলে দাবী করেছেন ছবিতে মিষ্টি বিতরন করা ওই যুবক। নিয়মিত বদলীকে ভিন্নখাতে প্রবাহিত না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের সচেতন থাকার আহবান জানিয়েছেন সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলী/পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজকে বগুড়া জেলার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী/পদায়ন করা হয়। বিপরীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীনকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী/পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনটি প্রকাশের পর নিয়মিত বদলীর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউএনও রুমানা আফরোজের পরিচয় ও ছবির সঙ্গে উপজেলায় মিষ্টি বিতরনের একটি ছবি জড়িয়ে ইউএনও’র বদলীতে মিষ্টি করা হচ্ছে এমনটি উল্লেখ করা হয়। এছাড়াও সংবাদটিতে কোন প্রকার তথ্য সূত্র ছাড়াই ইউএনও’র বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা বলা হয়। শনিবার (২৬ আগস্ট) সংবাদটি নজরে এলে চরম ক্ষুব্ধ হয়ে উঠেন মিষ্টি বিতরনের ছবিতে থাকা যুবক সাগর আহম্মেদ।
সাগর আহম্মেদ বলেন, সম্প্রতি পুত্র সন্তান জন্ম হওয়ার খুশিতে এক বাবা মিষ্টি কিনে এনে প্যাকেটটি আমার হাতে ধরিয়ে দেয় এবং মিষ্টিগুলো বাজারে বিতরন করতে বলেন। তার কথামতো শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরন করছিলাম। সেই মুহুর্তে গোপনে কে বা কারা ছবিটি উঠিয়েছে আমার জানা নেই। পরে দেখছি ছবিটি ইউএনও’র বদলীর জন্য মিষ্টি বিতরন করা হচ্ছে এমন অসত্য তথ্য উল্লেখ করে সংবাদ প্রকাশের কাজে ব্যবহার করা হয়েছে। এখানে ইউএনও’র বদলীর সাথে ওই মিষ্টি বিতরনের কোন যোগসূত্র নেই।
এবিষয়ে জানতে চাইলে সদ্য বদলীকৃত পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে থাকেন। সরকারি চাকুরী করার সুবাদে আমার নিয়মিত বদলী হয়েছে। তাই বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, জেলায় যোগদান করে আমার প্রায় এক মাস হয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে পত্নীতলা ইউএনও’র বিরুদ্ধে কখনো লিখিত বা মৌখিক অভিযোগ কেউ করেননি। ডিসি অফিস ও ইউএনও অফিসে বিভিন্ন স্বার্থ নিয়ে অনেকেই আসেন। কারোর অনৈতিক দাবী পূরন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। কারোর স্বার্থে আঘাত লাগলে তখনই এ ধরনের অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়ে থাকে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.