মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় আদিবাসী যুবকের কাছ থেকে একটি ম্যগজিন সহ অবৈধ পিস্তল উদ্ধার করেছে পত্নীতলাঙ থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক মহোদয়ের সুচিন্তিত পরামর্শ সার্বক্ষণিক তদারকিতে অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এবং ইন্সপেক্টর (তদন্ত) অর্পণ কুমার দাস সহ পত্নীতলা থানার একটি চৌকস আভিযানিক দল এ এস আই মঞ্জুর কাদের ও এ এস আই রমজান আলির নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রটি উদ্ধার করা হয়। অফিস সূত্রে জানা যায় উক্ত অস্ত্রটি Made In USA লেখা আছে সেই সাথে অস্ত্রটি পুরোপুরি সচল বলে জানান থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
পত্নীতলা থানাধীন চক আত্রারাম গ্রামের মৃত বীরেন মাহাতোর ছেলে আসামি শ্রী কাশীনাথ কুমার মাহাতো সাং চক নন্দন উত্তর পাড়া থানা পত্নীতলা জেলা নওগাঁকে একটি সচল ৭,৬৫ এমএম পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা গুলি সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে The Arms Act ১৮৭৮ সালের 19(F) ধারায় রজ্জু করা হয়। উক্ত মামলার বিষয় জানতে চাইলে অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব আমাদের জানান বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ ও সোর্স নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় এর সঙ্গে আরও কারা কারা জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অধিক তদন্তের স্বার্থে তেমন কিছু না বললেও সময় মত বিস্তারিত ভাবে মিডিয়াকে জানানো হবে বলে আশ্বস্ত করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.