প্রতিনিধি ২৯ মে ২০২১ , ১:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ও করোনাকালিন সময় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্নদিক নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের দরবার হলে।অদ্য ২৯শে মে শনিবার ২১,ইং তারিখ সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় ও পটুয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সচিব মোঃ রওনক মাহমুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, সিভিল সার্জন জাহাঙ্গীর হোসেন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ মো হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান,জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ,সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামছুর রহমান ইকবাল, সহ-সভাপতি এডভোকেট সোহরাব হোসেন ।উক্ত সভায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ভেরীবাদ ও রাস্তা সংস্কারের বিষয়েও ব্যাপক আলোচনা ও পর্যালোশনা হয় উক্ত অনুষ্ঠানে।