পটুয়াখালীর লাউকাঠীতে ঘর তোলায় বাধা প্রয়োগে হামলা, প্রতিবাদ করায় হামলার স্বিকার ২ নারী। প্রকৃত জমির মালিকরা প্রতিবাদ করায় আহত হয়েছেন বৃদ্ধাসহ ২ জন । ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জামুরা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। এবিষয় মোসা,কুলসুম বেগম ও কাজল বলেন, গত ২৫ শে জানুয়ারি সকাল আনুমানিক ১১.০০ টার দিকে আমাদের একই বাড়ীর আত্নীয় সানু মৃর্ধা(৭০)এর নের্তৃত্বে ১২/১৩ জন লোক একত্রিত হয়ে আমাদের ক্রয়কৃত জমির উপর ঘড় তুলতেছে আমরা তাদের বাধা দিলে আমাদের ব্যপক মারধর করে। বিষয়টি আমরা ইউপি সদস্য আব্দুল রসিদ মেম্বারকে বিষয়টি অবহিত করেছি বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে স্বাক্ষী মো.আফজাল মৃর্ধা,আবুল শাহ-আলম হাং,আলী মৃর্ধা,দুলাল মৃর্ধা,ইসমাইল, জোলেখা বিবি বলেন, আমাদের বাড়ীর তারা পরস্পর আত্নীয় বটে গত ৬ বৎসর আগে সানু মৃর্ধার কাছ থেকে তারা জমি ক্রয় করেছে। ঐ জমিতে আজ ২৫ জানুয়ারি ঘড় তুলতে গেলে সানু মৃর্ধা পিতা,মৃর্ধার সহযোগীরা একাধিক ব্যক্তিরা একত্রিত হয়ে বগি ছেনা লাঠী, দিয়ে কুপিয়ে ঘরটি ভেঙ্গে ফেলে দেয়। এসময় কুলসুম বেগম ও কাজল বাধাদিলে তাদের মারধর করে ফুলা জখম করে। এবং তারা ভয়ভীতি দেখিয়ে ঐ জায়গায় পূনরায় গেলে মেরে ফেলার হুমকি দিয়ে বীর দর্পে স্থান ত্যাগ করেন।
এসময় আহতদের স্থানীয়রা পটুয়াখালী সদর হাসপাতালে এনে ভর্তী করেন। বর্তমানে বৃদ্ধ(৭০) কুলসুম বেগম ও কাজল সদর হাসপাতালে কত্যর্বরত চিকিৎসকের তক্তাবধানে আছেন।
উক্ত ঘটনার সত্যতা জানতে,লাউকাঠী ইউপি চেয়ারম্যান মো,সহীদুল ইসলাম খোকন এর কাছে তার ব্যবহারকৃত সেল ফোন নাম্বার (০১৭২৬-৩৩১৯৩১) তে একাধিক বার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।
এ বিষয়ে মোসা,কুলসুম বেগম বাদী হয়ে গত সোমবার পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেন তবে থানায় অভিযোগ গ্রহন করেনি বলে জানালেন বাদী। তবে উচ্চ আদালতে মামলা করবেন বলে জানান বাদীপক্ষ । এসম তিনি বলেন আমি এর সঠিক বিচার চাই ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.