প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ১০:২৩:২৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী সদর উপজেলার ইউনিয়নে দির্থ দিনের প্রতিক্ষার পর এলজিআরডি প্রকল্পের দুটি আরসিসি গার্ডার আয়রন ব্রীজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।
অদ্য ৩০শে আগষ্ট লাউকাঠি ইউনিয়নে সকাল ১০ টার সময় মুরাদিয়া জিসি ভায়া শ্রীরামপুর ৭নং ওয়ার্ডের জামুরা জারাখানঁ বাড়ীর জামে মসজিদ সংলগ্ন
স্ট্যান্ডে ২০ মিটার দৈর্ঘ গার্ডার আয়রন ব্রীজের ভিত্তি প্রস্তুর স্থাপন ও মুনাজাত শেষে করে পরে মুরাদিয়া জিসি ভায়া শ্রীরামপুর বাজার সংলগ্নে ২৪ মিটার দৈর্ঘের দুটি আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানের লাউকাঠি ইউনিয়ন নবাগত চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চু সহ জেলা আওয়ামী লীগের সর্ব স্থরের নেতা কর্মী ও দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়,পটুয়াখালী এলজি আরডির নিয়মিত প্রথম শ্রেনীর ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস ইউনুস এন্ড ব্রার্দাসের স্বত্যাঅধিকারী গার্ডার ব্রীজ দুটির কাজ পায়। ব্রীজ দুটিতে ব্যয় হচ্ছে ৫ কোটি ১৪ লক্ষ ৭৬ হাজার ৯৯১ টাকায় পটুয়াখালী এলজিইডির কাজটি বাস্তবায়ন করছে।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বলেন,বঙ্গবন্ধুর কন্যা দেশরত্না শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে রুপান্তর করতে, গ্রাম হবে শহর এমন শ্লোগানকে সামনে রেখে জেলা,উপজেলা পর্যায় সকল নেতা কর্মীদের একাক্তোতা পোষন করে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহব্বান জানান এবং পটুয়াখালী জেলায় উন্নয়ন ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।