• Uncategorized

    পটুয়াখালীর পৌরসভায় ২শ কোটিকল্প টাকা দুর্নীতির অভিযোগে, তদন্তে মাঠে নেমেছে দুদক!

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ১২:৪৭:৩৮ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী পৌরসভার সাবেক ডাঃ মেয়র মো. শফিকুল ইসলামের তৎকালীন মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়নকাজে অনিয়ম, দুর্নীতি ছিল এরই পরিপেক্ষিতে কাজ না করে বিল উত্তোলন এবং নিম্নমানের কাজ করার বিষয়ে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    অদ্য ২৪ সেপ্টেম্বর ২০ ইং বৃহস্পতিবার থেকে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে মাঠে নেমেছে দুর্নীতি (দুদক)।

    ঘটনারসূত্রে জানাগেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াজেদ গাজী এ তদন্তের দায়িত্বে রয়েছেন। অভিযোগের বিষয়ে প্রকল্প সমূহের অনুসন্ধান শুরু হয়েছে ইতোমধ্যে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ২০ সেপ্টেম্বর পটুয়াখালীর বর্তমান পৌর মেয়রকে দুদকের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে বলে জানাযায়।

    এছাড়াও পৌরসভার বিগত দিনের একাধিক প্রকল্পের অন্তত সোয়া দুইশ কোটি টাকার কাজের তথ্য চেয়েছে দুদক।

    এবিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ২৪ সেপ্টেম্বর থেকে দুদকের গঠিত প্রকৌশল কমিটি বিভিন্ন প্রকল্পের পরিমাপসহ প্রয়োজনীয় কাজ করবে মাঠে। এজন্য সার্বিক সহযোগিতা করতে পৌরসভার সংশ্লিষ্টদের নির্দেশনাও ইতিমধ্যে  দেওয়া হয়েছে।

    বিভিন্ন সূত্রে জানা গেছে- পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

    সেই আলোকে সুষ্ঠু এবং অনুসন্ধানী তদন্তের জন্য পটুয়াখালী দুদকের উপ-পরিচালককে নিয়োগ দেয়া হয়। এর আগে একই অভিযোগে মেয়রের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু হলেও অজ্ঞাত কারণে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়েছিল । ফলে দুইশ কোটি টাকা দুর্নীতির তদন্ত নিয়ে সংশয় ছিল নানা মহলে।

    এ ঘটনায় সর্বশেষ গত ১৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বর্তমান মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদকে ২০১০-২০১১ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, সম্প্রসারণ, টিউবওয়েল স্থাপন সংক্রান্ত যাবতীয় তথ্যাদী চেয়ে নোটিস করা হয়। এর আগে এসব বিষয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ভিন্ন ভিন্নভাবে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকটি আবেদন জমা দিয়েছে এমনটাই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা।

    আরও খবর

    মান্দায় ঘর না থাকায় ২০ বছর যাবৎ গোয়ালঘরে গরুর সাথে বসবাস

    পটুয়াখালীতে র‍্যাব-৮, কর্তৃক বাউফল থানা হতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক একজন আসামী গ্রেফতার।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর নীলফামারী জেলা সিঃ সহ-সভাপতি হলেন নীতিশ রায়

    মানিকহাট ইউপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন কেন্দ্রীয় নেতা ও আহমেদ ফিরোজ কবির সহ ইউপি চেয়ারম্যান অামিনুল ইসলাম অামিন

    সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত  জেরে মুক্তিযুদ্ধার সন্তান আম্বর আলী দম্পতীর উপর হামলা থানায় অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সাম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত 

                       

    জনপ্রিয় সংবাদ