মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ভিজিডি চাল বিতরনে অনিয়মের অভিযোগে আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বরখাস্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আলীপুরা ইউপি চেয়ারম্যান বাদশা ফয়সাল এর বিরুদ্ধে ভিজিডি চাল বিতরন না করে ভুয়া স্বাক্ষর গ্রহন, চাল আত্মসাতের উদ্দেশ্যে উপকারভোগীদের ভিজিডি কার্ড নিজের কাছে জমা রাখা, চাল বিতরনের দিন ট্যাগ অফিসারকে অবহিত না করা, সুবিধাভোগীদের সাথে অসদাচারন এবং চাল বিতরন কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যদেরকে সম্পৃক্ত না করার অভিযোগ তদন্তে প্রমানিত হয়েছে। এছাড়া জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহনসহ সাময়িকভাবে বরখাস্ত করার সুপারিশ করেছে। তাই তাকে গত ২৪ জুন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য:: বিগত দুই বছর ধরে ভিজিডির চাল আত্মসাতসহ বিভিন্ন নারী কেলেঙ্কারীতে জড়িয়ে পড়নে ইউপি চেয়ারম্যান বাদশা ফয়সাল। এনিয়ে বেশ কয়েকবার এলাকাবাসীর চরম বিক্ষোভসহ আন্দোলনের মুখে পড়েন তিনি।।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.