প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ১১:৪৮:৩৯ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জামাল মতব্বর (৩৫) ও তার ছেলে মো. রিয়াজ মাতব্বর (১৬) নামের দুই কৃষকের শরীর বজ্রপাতে ঝলসে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ক্ষেতে মহিষকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত. ইসমাইল মাতব্বরের ছেলে জামাল মাতব্বর।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.স্বর্ণা বলেন, রোগীদের শরীরের বাম পাশসহ, পেট এবং পা ঝলসে গেছে। এরকম রোগীদের প্রাথমিকভাবে কিছুটা ভালো মনে হলেও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয় বলে তিনি জানান।
এবিষয় স্থানীয়রা জানান, মহিষের খাবার দেওয়ার জন্য গোয়াল ঘরে গেলে আচমকা এক বজ্রপাত এসে মহিষের উপর পড়লে মহিষটি সাথে সাথে মারা এবং পাশে থাকা জামাল মাতব্বর ও রিয়াজ মাতব্বর আহত হন,এমনটাই জানাযায়।