• Uncategorized

    পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে  ফার্মের শতাধিক মুরগি হত্যার অভিযোগ।

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২০ , ১১:২৪:০৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শতাধিক মুরগি হত্যা করেছে দুর্বৃত্তরা।

    তবে কি কারণে খামারের মুরগিগুলো মারা হয়েছে সে ব্যাপারে জানেন না মুরগীগুলোর মালিক এলিজা বেগম। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। এলিজা বেগম জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার সময় পূর্ব শত্রুতার জেরে এমপি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরে এলিজা বেগম বাড়ী গিয়ে দেখেন মুরগিগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে মরে পরে আছে। তবে কে বা কারা তার খামারের মুরগিগুলোকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে সে বিষয়ে এখনও তেমন কিছু জানাতে পারেননি তিনি। তার মুরগিগুলো মারা যাওয়াতে কান্নায় ভেঙ্গে পড়েন স্বামী হারা এক কন্যা সন্তানের জননী এলিজা বেগম। এতে তার ৪০ হাজারেরও বেশি টাকা লোকসান হয়েছে। এলিজা বেগম নিরুপায় হয়ে কিছু মৃত মুরগী নিয়ে ওই রাতেই বিচারের আশায় গলাচিপা থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। তার নানার জমি জমি নিয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে এমপি মহোদয়ের কাছে অভিযোগ করায় প্রতিপক্ষরা শত্রুতা করে মুরগিগুলো মেরে ফেলেছে বলে তিনি জানান। গলাচিপা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খামারের মুরগিগুলো মারা যাওয়ায় বেশ দুঃখ পেয়েছি। এ বিষয় নিয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন হাওলাদার বলেন, আসলেই এলিজা বেগম একজন অসহায় হত দরিদ্র এতিম ও স্বামীহারা একজন নারী। ওর ১শত মুরগী মারা যাওয়ায় বিষয়টি দুঃখজনক। আসলেই যারা করেছে তাদের প্রকৃত শাস্তি হওয়া দরকার। গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, আসলেই এলিজা বেগম একজন অসাহয় নারী।

    মাছ ধরে ও হাঁস-মুরগী পালন করে সংসার চলে তার। কিন্তু কে বা কারা তার মুরগীগুলো মেরে ফেলেছে বিষয়টি মর্মাহত। এ বিষয় নিয়ে এলিজা বেগম গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ