প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৪:২২:৩৩ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১-স্বাধীনতার সুবর্ন জয়ন্তীু উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে সকাল ১০.০০ টার সময় শহিদ মিনারে ন্যাপ-কমিউনিষ্টপার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্বা মোঃনূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, বীর মুক্তিযোদ্বা আঃ সোবাহান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃমতিউর রহমান,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান কাজী দিলিপ,বাংলাদেশ ছাএ ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃসোহেল মৃধা,প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন ন্যাপ,কমিউনিস্ট পার্টি, ছাএ ইউনিয়নের গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় নেই অথচ ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর অবদান অনস্বীকার্য। অবিলম্বে গেরিলা মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণা্ঙ্গ তালিকা প্রকাশ করে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান। আলোচনা সভা পরবর্তী র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এসে বক্তব্যর মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়াও র্যালিতে অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করে।