• Uncategorized

    পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন ও চলে গেলেন না ফেরার দেশে

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৯:০১:২১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)
    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে পাশের ফার্মেসিতে যান স্বামী মোস্তফা । এ সময় তার স্ত্রীর নাদিয়ার মৃত্যু হয়। মোবাইলে এ খবর শুনে মারা যান স্বামীও। পুত্রসন্তান জন্মের ৮ দিনের মাথায় মারা যান ওই দম্পতি।

    অদ্য ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮.১০ মিনিটের সময় পটুয়াখালী সদর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী নাদিয়া আক্তার কলি বেগম(২০)এর মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    জানাযায়, মারা যাওয়া দম্পতি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা।

    পটুয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানাযায়, মৃত নাদিয়া সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ৮টা ১০ মিনিটে তিনি মারা যান। এর আগে ৬ জানুয়ারি শহরের মায়ো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ১ পুত্রসন্তানের জন্ম দেন নাদিয়া।

    নিহতের পরিবার জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে আসেন। এ সময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ৮ জানুয়ারি তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়।

    পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সহযোগিতা করা হবে জানান তিনি।

    পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
    অদ্য ১৪ জানুঃ বিকেলে জানাজা শেষে দম্পতিকে নিজ গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে বলে জানাযায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ