• Uncategorized

    পটুয়াখালীতে সন্ত্রাসীদের  হামলায় ও মাধরে বিএনএসবি চক্ষু হাসপাতালের সিকিউরিটি গার্ড গুরুতর আহত। 

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২০ , ১:১১:০৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে সন্ত্রাসীদের হামলায় ও মাধরে বিএনএসবি চক্ষু হাসপাতালের সিকিউরিটি গার্ড ওয়াদুদকে আহত করে দম্ভোৃতির এক অভিযোগ পাওয়া গেছে। এ সন্ত্রাসী  ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী রাজুকেসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন আহত সিকিউরিটি গার্ড ওয়াদুদ।

    অভিযোগ সূত্রে জানাগেছে, ঘটনার দিন  ৫ সেপ্টেম্বর শনিবার প্রতিদিনের ন্যায় দক্ষিনাঞ্চলের  একমাত্র বিশেষায়িত চক্ষু হাসপাতালে আগত রোগীরা যাতে শৃংখলাভাবে সুষ্ঠুভাবে  ডাক্তারের কক্ষে প্রবেশ করে চিকিৎসা সেবা গ্রহন করতে  পারে তার জন্য রোগীদেরকে আউটডোরে অযথা কেউ যেন হাটাচলা না করে অপেক্ষগারে বসার জন্য পরামর্শ দিচ্ছিলেন।  এ সময়  ওই এলাকার মরহুম আলাউদ্দিনের সন্ত্রাসী রাজু মিয়া সিকিউরিটু গার্ড ওয়াদুদকে অকথ্য ভাষায় গালাগাল করে।

    পরমুহুর্তে রাজু তার ছেলে এমরান ও একরাম এবং  আঃ রব আকাশসহ সন্ত্রাসী বাহিনী এসপ ওয়াদুদকে চক্ষু হাসপাতালপর আউটডের থেকে টেনে হিচরে প্রথমে গেটের বাহিরে নিয়ে তার শরীরে ও মাথায়  এলোপাথারি কিল ঘুষি,লাথি মেরে মেরে ফুলা জখম করে। এ সময় তার ডাকচিৎকারে হাসপাতালের অন্যান্য স্টাফীা তাকপ বাঁচাতে এগিয়প এলে ফের ওয়াদুদকে কিলঘুষি ও অাঘাত করে সন্ত্রাসীরা।  হাসপাতালের কার্যনির্বাহী পরিষদেরসহ  সভাপতি আালহাজ্ব আবু নাঈম ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসীদের দাড়াতে বললে তারা কোন  কর্নপাত না করে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা মামলা করলে খবর আছে বলে হুমকি দিয়ে যায় বলে হাসপাতালের সহ সভাপতি নাঈম জানান।

    উক্ত ঘটনার সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেমায়েত উদ্দিন তার চক্ষু দেখাতে হাসপাতালে উপস্থিত ছিলেন এবং বিষয়টি তিনি অনেকটা প্রত্যক্ষ করেছেন বলে চক্ষু হাসপাতালে স্টাফরা জানান।

    এ ঘটনায় সদর থানায় দায়েরকরা অভিযোগ পত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  কাজী আলমগীর,এমনটাই জানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ