• Uncategorized

    পটুয়াখালীতে যৌতুকের টাকা না দিতে পারায় শশুরের জমি দখল ও স্ত্রীকে বেধরক মারধর।

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২১ , ১:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর সদর উপজেলাধীন আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব বাদুরা বাজার সংলগ্ন ৮নং ওয়ার্ডস্থ মেম্বার ওতার ছেলে কতৃক ছেলের বউকে যৌতুকের দাবী পূরন না করায় মারধর করার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটে গত ২৪ শে এপ্রিল শনিবার সকল ১০,৩০ মিনিটের সময় এ হতাহতের ঘটনাটি ঘটে।

    মামলা সুত্রে যানাযায়, যৌতুকের দাবী পূরন না করায় ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউ পি সদস্য মোঃ কালাম ও কৃষক মোঃ সোহরাব হাং এরা দুইজন সৎ ভাই। মোঃ কালাম সৎ ভাই মোঃ সোহরাব হাংএর মেয়ে মোসাম্মদ লিমাকে ছেলের বৌ করেন ২০১৫ সালে। এই বর ও কনে এক বছর সংসার ভালো ভাবেই করেন। হঠাৎ করে বর মোঃ সাইফুল স্ত্রী লিমাকে যৌতুকের টাকা দাবি করেন।

    টাকা না দিতে পারলে শশুরের জমি দখলের চেষ্টা। স্ত্রী লিমা স্বামী সাইফুল কে এ ব্যাপারে নিষেধ করলে স্বামী সাইফুল স্ত্রী লিমাকে অনেক মারধর করেন। লিমার বাবা মেয়ে ও জামাই কে ধরতে গেলে,জামাই সাইফুল ও বেয়াই কালাম মিলে মার ধর করেন লিমা ও তার বাবাকে এবং জায়গার চারর্পাশে থাকা বেড়া চাটকী ভেঙ্গে ফেলেন।এসময় ৯৯৯ কল দিলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উ…

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ