প্রতিনিধি ৩০ জুলাই ২০২০ , ৫:৩০:২৩ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সারাদেশে মহামারী নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত জনসেবায় পটুয়াখালীতে জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে সিভিল সার্জন অফিসে কর্মরত স্বেচ্চাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্বখাতে স্থায়ী নিয়োগ পাওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।।
গতকাল ২৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আরিফুর রহমান, অলক দাস, মেহেদী হাসান সুজন, মোঃ জাহিদুল ইসলাম, মাসুদ রেজা, সুজন কিশোর ব্যাপারী, রিনা সুলতানা, আসমা আক্তার প্রমূখ। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করে। মানববন্ধন পালনকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর তত্ত্বাবধানে এন ৯৫ মাস্ক ও পিপিই ছাড়াই করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে করোনায় মৃত্যুর হার হ্রাস করতে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে আসছি। কোভিড-১৯ মোকাবেলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যখাতে ডাক্তার নার্সদের ন্যায় ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিগত ১২ বছর মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ থাকার কারনে করোনা রোধে সারাদেশে একাংশ মেডিকেল টেকনোলজিস্ট জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। সেই মেডিকেল টেকনোলজিস্টরা নিয়োগে অগ্রাধিকার দিবে বলেও জানান কর্তৃপক্ষ। করোনা মহামারির যে পরিস্থিতি ছিলো, তাতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ ঠিক মতো হচ্ছিল না মেডিকেল টেকনোলজিস্ট অপ্রতুলতার কারনে। সে দুঃসময়ে তারা স্বেচ্ছাসেবক হিসেবে জীবন বাজি রেখে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ করে আসছে বলেই অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী করে স্বেচ্চাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা