মুু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় জালাল মোল্লা (৫৫) নামের এক মিশুক গাড়ির চালকের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে এবং কুপিয়ে জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১১-ফেব্রুয়ারি-২০২২ ইং) তারিখ রাত আনুমানিক রাত ৯ টার দিকে দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পার-কার্তিক পাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।আহত জালাল মোল্লা বরশাল জেলার বাবুগঞ্জ থানার বকশিচর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী মোল্লার ছেলে তিনি বর্তমানে কার্তিক পাশা গ্রামের জলিল হাওলাদারের ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।
গোয়েন্দা সুত্রে জানাগেছে, পায়রা লেবুখালী ব্রীজ সংলগ্ন পাগলের মোড় হইতে ব্যাটারি চালিত মিশুক গাড়িটিতে পার কার্তিক পাশা আপডাউনে ১২০ টাকা ভাড়ায় ২০/২২ বছরের ৩ জন যাত্রী নিয়ে আসার সময় পথিমধ্যে কার্তিক পাশা সু-লিস অতিক্রম করে চৌকিদার বাড়ির মোড় এর দক্ষিন পাশে পৌঁছলে গাড়ির পিছনে থাকা যাত্রী ড্রাইভার এর গলা চেপে ধরে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এবং বুকে চাকু ধরে একপর্যায়ে ধস্তাধস্তিতে গাড়ি নিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় গাড়ির ড্রাইভার তাদের কাছ থেকে ছুটে দৌড় দেয়।
তখন ছিনতাইকারীরা তার ডান পায়ের রানের উপরে চাকু দিয়ে কোপ দিলে মারাত্মক জখম হয়। পরে চিনতাইকারীরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে মিশুক গাড়ি নিয়া পার কার্তিক পাশার দিকে চলে যায়।একপর্যায়ে গাড়ির ড্রাইভারের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আসেন বর্তমানে আহত জালাল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন. বলে জানা যায়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.