• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে ভুমিদস্যুুর হামলায় গুরুতর আহত-১ থানায় মামলা!

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ১০:৫৪:০৫ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীতে ভুমিদস্যুুর হামলায় গুরুতর আহত-১ থানায় মামলা!

    পটুয়াখালী সদর পৌরসভার মুক্তিযোদ্ধা সড়ক টাউন কালিকাপুর ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ মনিরুজ্জামান বাবুল(৩৫) এর জমির পার্শবর্তী জমির মালিক মো,সাকুর গাজী গং পূর্ব পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে মারধার করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনার ব্যপারে ভুক্তভুগীর পরিবার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

    পটুয়াখালী সদর থানার মামলা সূত্রে জানা যায়,
    গত ২৮শে আগষ্ট রোজ রবিবার বিকেল ৪ টার সময় ভুক্তভোগী মোঃ মনিরুজ্জামান বাবুলকে জমি জমার পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে ভুক্ত ভোগীর পটুয়াখালী মুক্তিযোদ্ধা সড়কের ঘর থেকে ডেকে নিয়ে হামলা চালায়। আসামীরা বাদীর পৈত্রিক ভোগদখলীয় জমির রোপনকৃত দুইটি নারিকেল গাছ কেটে ১২ হাজার টাকার ক্ষতি সাধন করে। এবং হামলার সময় ২ নং
    আসামীদের ভুক্তভোগী মনিরুজ্জামান বাবুলের পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় অংশগ্রহণ কারিদের মধ্যে আসামী মো,সাকুর গাজী(৩৫) পিতা,মজিবর গাজী,কবির(৪০) গাজী,পিতা মজিবর গাজী হাবিব গাজী (৫০)পিতা মৃত্যু, মন্নান গাজী,মোসাঃরিয়া আক্তার(৩০) স্বামী সাকুর গাজী, মোসাঃ তাসলিমা বেগম(৩৪) স্বামী,কবির গাজীসহ আরো অজ্ঞাত ৪/৫ জন উক্ত মামলায় অংশগ্রহণ করেন।

    ভক্তভূগীর পরিবার জানায়,কয়েক বছর যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো সাকুর গাজীর গংদের সাথে। আমার একটি মাত্র ভাই ওকে বহুবার প্রান নাশের হুমকি ধামকি দিয়ে আসছে তোকে শেষকরে দিবো শুধু তাই বলে খ্যান্তো হয়নী গত ২৮ আগষ্ট বিকেল ৪ টার সময় লোহার রডদ্বারা আঘাত করায় এসময় ডাকচিৎকারে স্থানীয় জনসাধারণ ও স্বজনরা ঘটনাস্থলে আসলে তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে এনে ভর্তী করা হয়। বর্তমানে ভুক্তভোগী বাবুল সদর হাসপাতালের ৪০ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছে।

    এবিষয় বাদী মোসাঃ রোজিনা বেগম(৬০)দৈনিক বাংলাদেশ কন্ঠ ও দৈনিক বরিশাল সমাচারকে বলেন, আসামিরা সব সময় গায়ের জোরে আমাদের পৈত্রিক বসতবাড়ি দখল করতে চায়। থানায় মামলা করায় আমাদের গোটা পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে।এদের হাত থেকে রোহাই পেতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলার সঠিক বিচার চাই বলে জানান তিনি।

    উক্ত ঘটনার ব্যপারে ভিক্টিম সাকুর গাজীর ব্যবহৃত মুঠোফোনে (০১৭১৮-৪২৬৯২৮) এ একাধিক বার ফোন করলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনার ব্যপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ