প্রতিনিধি ৫ নভেম্বর ২০২১ , ৬:১১:২১ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী-টু-বরিশাল মহা-সড়কে বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শামীম (৩৭) নামে এক ব্যাবসায়ীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাযায়,নিহত শামীম ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামের বাসিন্দা ও পটুয়াখালী পৌর নিউমার্কেট গোল চত্বরে জুতার দোকানের ব্যাবসায়ী ছিলেন বলে জানা যায়। অদ্য শুক্রবার (০৫-নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার সংলগ্নে বিকেল আনুমানিক ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানাগেছে, পাংগাশিয়া থেকে পটুয়াখালীর উদ্দেশ্য আশার সময় মোটরসাইকেল আরোহী শামীম বদরপুর বাজার মহাসড়কে উঠে ডান দিকে ঘুরতেই অপর দিক থেকে আশা বিআরটিসি পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হলে মারাত্মক আহত হয় এবং মোটরসাইকেলে ঘটনাস্থলেই আগুন ধরে যায়।
পরে স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালেই তার মৃত্যু হয়।এ ব্যপারে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তারা।