• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে পটুঃজেলা প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৪:২৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের ১৮ বছর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ। মঙ্গলবার ২৭ শে ডিসেম্বর সকাল ১০ টার সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় ও সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এসময়।

    উক্ত অনুষ্ঠানে বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও সফলতা কামনা করেন। সংবাদ ও বিনোদনে শীর্ষে থেকে আরও বস্তুু নিষ্ঠ সংবাদ গণমানুষের দাঁড় গোড়ায় পৌঁছে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ