মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক বাস শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোনোধনার মানবিক সহায়তা পৌছে দিলেন পটুয়াখালী জেলা প্রশাসক।
গতকাল ২৬ এপ্রিল সোমবার সকাল ১০ টার সময় আবুল কাশেম স্টেডিয়াম মাঠে উক্ত মানবিক সহায়তা বিতরন পূর্ব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমাযুন কবির এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন -৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউএনও লতিফা জান্নাতী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্মসাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ বাস মিনিবাস মালিক বৃন্দ।
এছাড়াও উক্ত আলোচনা শেষে ৫শতাধিক বাস শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মানবিক সহায়তা শ্রমিকদের হাতে তুলে দেন। বিতরনকৃত মানবিক সহায়তার মধ্যে প্রতিজনকে ১০ কেজি চাল, ২কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি ডাল, ১কেজি চিনি, আধাকেজি ছোলা, আধাকেজি মুড়ি ও ১টি লাক্স সাবান প্যাকেজ সহকারে দেয়া রয়েছে।
এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। এসময় বক্তারা করোনা সংক্রম মোকাবেলায় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয় উক্ত অনুষ্ঠানে।।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.