• বরিশাল বিভাগ

    পটুয়াখালী’তে নবগঠিত মৌকরন ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন।

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১২:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী সদর উপজেলাধীন নবগঠিত ১৪ নং মৌকরণ ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন অনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যাত্রা শুরু করলেন আজ। অদ্য ৩০ শে অক্টোবর( রবিবার বেলা ১২) টার সময় পটুয়াখালী সদর উপজেলা মৌকরন ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ইউনিয়ন পরিষদের উদ্বোধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই এবং, সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য এড. মোঃ জামাল হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মৌকরণ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

    নবগঠিত মৌকরণ ইউনিয়নটি পূর্বে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত ছিল। গত ১৫ জুন নির্বাচনের মধ্য দিয়ে এই ইউনিয়নটি নবগঠিত হয়েছে। এই নবগঠিত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯,৯৭৬ জন,এবং অনুষ্ঠানে সকলেই আশাব্যক্ত করেন নবগঠিত ইউনিয়ন পরিষদটি একটি উন্নত রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করুক এমনটাই জানান তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ