মু,হেলাল আহম্মদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে আজ স্মার্ট বাংলাদেশ শ্লোগান নিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন পটুয়াখালী নারী সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় সদর উপজেলার বাঁধনহারা অডিটরিয়ামে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. সৈয়দ সোহেল, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শামীম প্রমুখ। মেলায় ৪ টি প্যাভিলিয়নের মধ্যে প্যাভিলিয়ন-১ এর উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন-২ এর ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন-৩ এর হাতের মুঠোয় সেবা এবং প্যাভিলিয়ন -৪ এর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগ রয়েছে।
এসময় ডিজিটাল সেবা স্টলের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মী বলেন,গর্ভবতি মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক বিশেস অবদান রাখছে বলে জানান তিনি। এছাড়াও বিকেল ৫ টায় মেলা স্থলে অংশগ্রহনকারীদের ৩টি ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.