• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে ডায়াবেটিক হাসপাতালে রোগী ও স্টাফদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ৯:১১:১৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক ও রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় আড়াই হাজার সার্জিক্যাল মাস্ক এবং হাসপাতালের স্টাফদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। অদ্য ৩০ শে জানুয়ারি রবিবার সাড়ে ১১ টায় ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে ব্যাক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

    এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম খান, কার্যকরী সদস্য সৈয়দ মাসুদুর রহমান, মোঃ শাহনূর ও ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ডাক্তার জয় গোপাল দাস সহ অন্যারা এসময় উপস্থিত ছিলেন। এব্যপারে সহ সভাপতি মহামারী করোনা পরিস্থিতি নিয়ে বলেন, আমাদের সকলেরই সচেতন থাকতে হবে এবং অন্যকেও সচেতন রাখার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ