প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ৪:৩০:১৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির, বাংলাদেশ পানি বিধিমালা বাস্তবায়নে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত। পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যদের সাথে ‘বাংলাদেশ পানি আইন, ২০১৩’ ও ‘বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮’ বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভার কর্মশালা অনুষ্ঠিত হয়।
অদ্য ২৪ শে জানুয়ারি রবিবার সকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার মহোদয় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. অমিতাভ সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, মহাপরিচালক, WARPO; জনাব মোহা: আলমগীর হোসেন, পরিচালক (পরিকল্পনা), WARPO; জনাব মোঃ রেজাউল করিম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, WARPO। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।উক্ত কর্মশালায় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।