• Uncategorized

    পটুয়াখালীতে জমিজমার বিরোধের জেরে, প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ১২:০৫:০৩ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী সদর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের ছোট চৌরাস্তা মুন্সিবাড়ী সড়ক সংলগ্নে পূর্বের জমিজমার বিরোধের জেরে, প্রতিপক্ষের হামলায় নারীসহ দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অদ্য ৩রা জানুয়ারী সকাল ৮ ঘটিকার সময় ছোট চৌরাস্তা সংলগ্নে মুন্সি বাড়ী সড়কে এই হতাহতের ঘটনাটি ঘটে জানা যায়,জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের বেপরোয়া হামলায় গুরুতর আহত হয়ে মিনারা বেগম(৩৫) স্বামী মো.সেলিম খাঁন ,ও মো.সেলিম খাঁন (৪২) পিতা,সুন্দর আলী খাঁন বর্তমানে পটুয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা আশংকা জনক অবস্থায় আছে বলে জানাযায়।

    এবিষয়ে আহত মিনারা বেগম ও স্বামী সেলিম খাঁন দৈনিক বাংলাদেশ কন্ঠ, দৈনিক বরিশাল সমাচার ও দৈনিক আজকের দূর্নীতির প্রতিনিধি’কে জানায়,প্রতিপক্ষ মো,শহীদুল(৪৫) পিতা,মৃত্যু, রাজ্জাক মহোরী,এ্যাডভোকেট অলিউল ইসলাম(৫০) পিতা,মৃত্যু, রাজ্জাক মহোরী, হালিম মৃর্ধা(৬০) পিতা,মৃত্যু, রাজ্জাক মহোরী, পারভেজ(৩০) পিতা,মো,হালিম ও অজ্ঞাত আরো অনেকে দেশিও অস্ত্র রট ও ধারালো সাবল দিয়ে বেপরোয়া হামলা চালায়। এবং হামলা চলাকালীন সময়ে উল্লেখিত ব্যক্তিরা আমার নতুন অটোরিক্সা কেনার গচ্ছিত নগদ ৩ লক্ষ ৬৬ হাজার টাকা সহ আমার গলায় থাকা এক ভরি ওজনে স্বর্নের চেইন ছিনাইয়া নিয়া যায় সুধুতাই নয় হামলাকারীরা আমার বসত ঘড়বাড়ী ভাংচুর করে বীর দাপটে স্থান ত্যাগ করে।

    ভুক্তভোগীরা আরো বলেন,এদের হামলায় ইতিমধ্যে একাধিক বার স্বিকার হয়েছে আমার পরিবার ,এছাড়াও আমার বাবার পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষরা ক্রয় সুএে বিরোদীয় ক্রয় সুএে মালিক দাবী করে আসছে।উক্ত উল্লেখিত বিষয় নিয়ে পটুয়াখালী বিঞ্জ আদালতে দেওয়ানী মামলা চলমান যার মামলা নং ৫/৯৩ ইং। এসময় তিনি আরো বলেন, প্রতিপক্ষরা গায়ের জোরে আমার পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা চালাচ্ছে বহুদিন ধরে। এছাড়াও আমাদের বিভিন্ন সময় প্রান নাশের হুমকি সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকী ধামকী দিয়ে বেড়ায়।

    পারিবারিকসূএে আরো যানাযায়,আজকের এই হামলার প্রতিবাদে, ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান তারা।উক্ত ঘটনার বিষয় ৯৯৯ এ ফোন পেয়ে পটুয়াখালী সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক মো,খলিলর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি।এবিষয় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের প্রস্তিতি নিচ্ছেন বলে জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ