প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সদ্য সাবেক ডাকসু’র ভিপি নুরুল হক নুরসহ ছাত্র পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে পুলিশের হামলা ও হয়রানীর প্রতিবাদে এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পটুয়াখালী জেলা ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
অদ্য ২২ সেপ্টেম্বর রোজমঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা কমিটির সহ সমন্বয়ক মহসিন ইসলাম, কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদে আহবায়ক বনি আমিন, গলাচিপা উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ আরিফ হোসেন, বাউফল উপজেলা কমিটির সদস্য ওমর ফারুক, জেলা যুব পরিষদের সদস্য মোঃ হালিম প্রমুখ।
এসময় বক্তারা ডাকসু’র ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হয়রানীমূলক মিথ্যা মামলা তুলে নেয়ার দাবী জানান।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারীরা ভারতের দালালেরা হুশিয়ার সাবধান প্রভৃতি শ্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।