প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ৬:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ রিপন-স্টাফ রিপোর্টার
পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ইলিয়াছ বাচ্চু তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন জনসম্মুখে। রবিবার ১২ জুন বিকাল ৫ টায় পশ্চিম ঢেউখালী মাদ্রাসা সংলগ্ন টেলিফোন মার্কার প্রচারের প্রধান নির্বাচন অফিসে জনাকীন এক সাংবাদিক সম্মেলনে ১৫ দফা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন তিনি ।
ঘোষিত ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য দফা ছিল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে নতুন সাজে পরিপূর্ন কার্যকর করার মাধ্যমে পারিবারিক বিরোধ, প্রতিবেশীদের সাথে ঝগড়া, মারামারি ও জমিজমা বিরোধ নিষ্পত্তি করা, লাউকাঠী খেয়াঘাটের লাউকাঠী নদীতে সেতু নির্মান করে যোগাযোগ সহজতর করে জীবনযাত্রার মানোন্নয়নে পদক্ষেপ গ্রহন করা, লাউকাঠী মৌজার সীমানা নির্ধারন করে “স্বাগতম লাউকাঠী ইউনিয়ন” গেইট করে ৩৬ নং লাউকাঠী মৌজার সকল সম্পত্তি লাউকাঠী ইউনিয়নের আওতায় আনা হবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা ও ভিজিডিসহ সরকার কর্তৃক বরাদ্দকৃত সকল প্রকার অনুদান ও সাহায্য কোন প্রকার লেনদেন ছাড়া সুষম বন্টন নিশ্চিত করা। ইউনিয়নে ২৫ শয্যা বিশিস্ট হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা।
এছাড়াও উল্লেখ যোগ্য ইসতেহার ৯ নং শর্তে বলা হয় কৃষিজাত পন্য উৎপাদনে কৃষকদেরকে উৎসাহী করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।এবং কৃষিজাত পন্য তিল সূর্যমুখি, সরিষা চাষ করে তৈল উৎপাদনে চাষীদের ব্যপক উদ্ভুদ্ধ করা হবে।কৃষি কাজে সেচের পানি ও অতি বর্ষায় পানি নিষ্কাশনের জন্য যথাযথ অত্র ইউনিয়নে খাল খনন,কালভার্ট নির্মান করা হবে।
এবং কৃষকরা যাতে পন্যর ন্যায্য মূল্য পেতে পারে সে ব্যপারে সঠিক কার্যকর পদক্ষেপ গ্রহন করা। এছাড়াও সরকার কতৃক সার,বীজ ও কীটনাশক সহ যাবতীয় বরাদ্দ কৃত পন্য প্রকৃত চাষীদের মাঝে পৌঁছে দেওয়াই হবে মূল লক্ষ্য। উল্লেখ্য, আগামী ১৫ জুন লাউকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনসহ কোন প্রকারঅপ্রিতিকর ঘটনা না হয় সেই লক্ষ্যে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন তিনি।