প্রতিনিধি ২৪ জুলাই ২০২২ , ৩:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি নড়াইল জেলার লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলাসহ বাড়ি-ঘর, ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা,মন্দিরে লুটপাট,অগ্নি-সংযোগ এর প্রতিবাদে এবং বিচারের দাবীতে খেলাঘর আসর পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই(শুক্রবার) সকাল ১০টার সময় পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগার এর সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এছাড়াও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডঃ আমিনুল ইসলাম টিটো র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কবি ফরিদ উদ্দিন, কবি এডভোকেট লক্ষ্মী নারায়ণ পাল, খেলাঘর পটুয়াখালী জেলা কমিটির সভাপতি অধ্যাপক জাফর আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক অশোক দাশ, সাংস্কৃতিক সংগঠক ফরহাদ জামান বাদল,
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক সমকাল পএিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাহ উদ্দিন প্রমূখ। উল্লেখ্য ঃ খেলাঘর কেন্দ্রীয় কমিটির সারাদেশ ব্যাপী কর্ম সূচীর অংশ হিসাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পটুয়াখালী র বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে এর প্রতিবাদ জানায়।