প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ২:৫৩:১৪ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বীর মুক্তি যোদ্ধা, সিনিয়র আইনজীবী ,কবি, পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারএর আজীবন সদস্য প্রয়াত লক্ষ্মী নারায়ণ পাল এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩রা অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬-৩০ মিঃ সময় পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার এর আয়োজনে পাঠাগার মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। পাঠাগারের সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান খানের সঞ্চালনায় এবং পাঠাগারের সভাপতি কবি মুস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন প্রগতি লেখক সংঘ পটুয়াখালীর সভাপতি কবি রাধেশ্যাম দেবনাথ।
অনুষ্ঠানে প্রয়াত কবির স্মরণে শোকগাথা পাঠ করেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডঃ আমিনুল ইসলাম টিটো, কবি কে উৎসর্গীত স্বরচিত কবিতা পাঠ করেন পটুয়াখা লী জেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি কবি,সাংবাদিক কাইয়ুম উদ্দিন জুয়েল, প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সুভাষ চন্দ,কবি রাশিদুল রাশেদ, কবি আনিচুর রহমান,স্মৃতি চারণ করেন,পটুয়াখালীর
বিশিষ্ট নাট্যজন গাজী মঈন উদ্দীন টারজান,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, বিশিষ্ট সংস্কৃতিজন ফরহাদ জামান বাদল, কবি আনোয়ার হোসেন বাদল,কবি এস এম ফরিদ উদ্দিন,গোলাম মোস্তফা, প্রগতি লেখক সংঘের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কবি গাজী হানিফ প্রমুখ। সংগীত পরিবেশন করেন নাসরীন মোজ্জামেল এমা,অশোক দাশ,লিটন বণিক, শারমিন সুলতানা নিতু,আতিকুজ্জামান দিপু।
উক্ত শোক সভায় জেলার বিশিষ্ট সংস্কৃতিজন সহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এবং অনুষ্ঠানে প্রয়াত কবির পুএ সুব্রত পাল কন্যা নন্দিতা পালের হাতে সন্মাননা পএ তুলে দেওয়া হয় এসময়।