পটুয়াখালীতে ইতিহাস সমৃদ্ধ, শ্রেষ্ঠ বাঙ্গালী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।“রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবন …” এ ধারনাকে সামনে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এর লেখা ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ ‘শ্রেষ্ঠ বাঙালী-গণআদালতে রাজনৈতিক দলের বিচার” নামক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে আজ।
গত ১৭ জানুয়ারী রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক দরবার হলে বিশিস্ট আবৃত্তিকার পটুয়াখালীর কৃতি সন্তান কবি লেখক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খানের লেখা ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ ‘শ্রেষ্ঠ বাঙালী-গণআদালতে রাজনৈতিক দলের বিচার” বই’এর মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির,
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, বিশিস্ট লেখক খন্দকার ফরহাদ জামান বাদল, কবিয়াল লেখক জাহাঙ্গীর হোসেন মানিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুধী ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.