• Uncategorized

    পটুয়াখালীতে ইটভাটায় চেয়ারম্যানের নির্দেশে সন্ত্রাসী হামলায় ভাংচুর, লুটের ঘটনায় কোটি টাকার ক্ষতি গ্রেপ্তার ২! 

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের চালিতা বুনিয়ার মাটিভাংঙ্গা গ্রামের একটি ইটভাটায় সন্ত্রাসীদের হামলায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পাওয়া যায়। এসময় থানা পুলিশ ২ জনকে আটক করেছে।

    মামলাসুত্রে জানাযায়,গত ১৩ ইং ফেব্রুয়ারী শনিবার পটুয়াখালী সদর উপজেলাধীন চালিতা বুনিয়ার মাটিভাংঙ্গা বাজারে সহীদ গাজীর ইটের ভাটায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা  ও ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটায়। উক্ত ঘটনার বিবরণে জানা যায়,একই এলাকার আজহার হাওলাদারের পুত্র মোঃ আলতাফ হোসেন হাওলাদার (৫৫) গংদের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীক সহ বিভিন্ন বিরোধ বিদ্যমান  ছিলো।

    যার সূত্র ধরে গতকাল শনিবার ইট ভাটার কাজের জন্য আনা ২শত ব্যাগ সিমেন্ট বোঝাই দুটি ট্রাক আলতাফ হোসেন হাওলাদারের নেতৃত্বে তার বাড়ীর সামনের রাস্তা দিয়ে নেয়ার সময় গতি রোধ করে সিমেন্ট  লুটপাট করে নিয়ে যায়। এবং ট্রাক দুইটির ক্ষতিসাধন করে। উক্ত ঘটনার প্রতিবাদ করলে ঐ দিন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া মাটিভাঙ্গা বাজের অবস্থীত সহীদ গাজীর ইটভাটায় সন্ধা ৭ টার সময় অতর্কিত হামলা চালায়।

    সন্ত্রাসীরা ইটভাটায় ১ লক্ষ কাচা ইট,২টি ট্রলি,একটি স্কেভেটোর ও ইটভাটার হাওয়া মেশিনে আগুন লাগায়। এবং ইটভাটার ক্যাশ কাউন্টারে থাকা ১৪ লক্ষ ৩৫ হাজার টাকা লুট করে এবং যাওয়ার পথে বাজারে অবস্থিত মামুন মৃর্ধার দোকানে হামলা ও ভাংচুর করে এবং দেকানের ক্যাশ বাক্সে গচ্ছিত নগদ ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

    উক্ত ঘটনার ব্যপারে শহীদ গাজী জানান, তার প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। উক্ত ঘটনায় আলতাফ হোসেন হাওলাদার সহ ১৪ জনকে আসামী করে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং -১৭/১৪-২-২১)  এবং সদর থানাপুলিশ,রুবেল হাওলাদার(২৫)এবং গোলাম আহম্মদ( ৫০) নামে ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

    বিষয়টি নিশ্চিত করতে ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান মো, আলতাফ হোসেন হাং এর মুঠোফোনে (০১৭ ৩৬-১৬৫৩৯৯) নাম্বারে উপরে উল্লেখিত বিষয় জানতে চাইলে তিনি বলেন,উক্ত ঘটনার সময় আমি পটুয়াখালী সদর থানায় উপস্থিত ছিলাম। তবে অত্র এলাকার জনসাধারন এমনটা করেছে। এছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে ফোনটি কেটে দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ