• Uncategorized

    পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন হাসপাতালে ভর্তি!

      প্রতিনিধি ৯ মে ২০২১ , ১২:২৩:২৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে যৌতুকের টাকার জন্য এক জননীর মা ৫ মাসের অন্তঃসত্ত্বা নাসরিন আক্তার (২৩) নামের এক গৃহবধু শশুর বাড়ি কর্তৃক মধ্যযুগীয় কায়দায় অমানুষিক ভাবে শারিরীক নির্যাতনের স্বীকার হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।গত মঙ্গলবার ৪ঠা মে সকাল ১১ টার সময় অত্র ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শেহাকাঠী গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানাযায়।

    নির্যাতনের স্বীকার গৃহবধূ নাসরিন আক্তার বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার নাতী গত, ৬ বছর পুর্বে জৈনকাঠী ইউনিয়নের নাইম আকঁন(২৮) এর সঙ্গে পারিবারিক সুত্রে বিবাহ হয় তাদের ঔরসে ৩ বছরের একটি কন্যা সন্তান আসে কোলজুড়ে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য কয়েকদফা নির্যাতনের স্বীকার হয় এবং বাবার বাড়ি থেকে ৩-৪ লক্ষ টাকা এনে দেয়ার পরও তাদের চাহিদা পুরন হয়নি ফের আবারও ৩ লক্ষ টাকার জন্য চাপ দেয় গৃহবধূকে।

    যৌতুকের টাকা না দিতে পারায় গত ৪’মে মঙ্গলবার নাইম আকঁন (২৮) , শশুর শহিদ আকঁন ও শাশুড়ী মনিরা বেগম ঘরের দরজা বন্ধ করে হাত পা বেঁধে অমানবিকভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুুুরুত্বর জখম করে।গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক নির্যাতনের কারনে জ্ঞান হারিয়ে ফেলে ঘটনাস্থলে। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরলে শশুর বাড়ির লোকজন যৌতুকের ৩ লক্ষ টাকা এনে না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়।

    শারীরিক যন্ত্রণায় ছটফট করতে দেখেও শশুর বাড়ির লোকজন কোন রকম চিকিৎসা সেবা না দিয়ে অনাহার অবস্থায় গৃহবন্দী করে রাখে। পরের দিন বাবার বাড়ির লোকজন খবর পেয়ে ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।নির্যাতনের স্বীকার নাসরিন আক্তার বলেন, আর যেন কোন মেয়ের উপরে যৌতুকের জন্য এমন পাষবিক নির্যাতন না হয় সেজন্য আইনের মাধ্যমে পাষন্ড স্বামী, শশুর ও শাশুড়ির দৃষ্টান্ত মুলক বিচারের দাবি জানিয়ে মিডিয়ার সামনে কেঁদে ফেলেন।

    এনিয়ে গৃহবধূ নাসরিন আক্তারের ভাই মামুন মৃধা প্রতিবেদককে জানান, গত মঙ্গলবার শশুর বাড়ির লোকজন মিলে নাসরিনকে অমানবিক ভাবে শারিরীক নির্যাতন চালিয়ে গুরুতর আহত অবস্থায় ঘরে বন্দী করে রাখে।বুধবার খবর পেয়ে ছুটে এসে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করি।মারধরের কারনে তার শারিরীক অবস্থা খুবই খারাপ বর্তমানে রোগী গুরুত্বর আছে বলে জানান। তিনি একজন ভাই হয়ে বোনের উপর এমন পাষবিক নির্যাতনকারীদের আইনের মাধ্যমে দৃষ্টান্ত মুলক বিচারের দাবি জানান।

    এবিষয়ে তারা আইনি পদক্ষেপে যাবেন বলে জানান এবং কঠোর সাস্তীর দাবী করেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ