প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ১১:০৮:৩৪ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলায় ৫০ টি কেন্দ্রে এইচ, এস সিসহ সমমানের পরীক্ষা হতে যাচ্ছে – এর মধ্যে সর্বমোট ২২,০৪১জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ৬ নভেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, এইচ এসসি ভোকেশনাল ও আলীম পরীক্ষা। পটুয়াখালী জেলার ৫০টি কেন্দ্রে এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও আলীম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলায় মোট পরীক্ষার্থী হচ্ছে ২২ হাজার ৪১জন। এর মধ্যে এইচএসসি ২৩টি কেন্দ্রে ১২ হাজার ১৪১জন, এইচএসসি ভোকেশনাল ১৫টি কেন্দ্রে ৭, হাজার ৪২০জন এবং আলীম ১২টি কেন্দ্রে ২ হাজার ,৪৮০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) শেখ আবদুল্লাহ সাদীদ এ তথ্য জানান। সদর উপজেলায় এইচএসসি’র ৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২,হাজার ৭৮৭জন, দুমকীতে ২টি কেন্দ্রে ৭শ ১২জন, গলাচিপায় ৩টি কেন্দ্রে ১হাজার,৭৬১জন, বাউফলে ৬টি কেন্দ্রে ৩২ হাজার ২৩০জন, কলাপাড়ায় ৪টি কেন্দ্রে ১ হাজার ৩৬০জন, দশমিনায় ১টি কেন্দ্রে ৭শ ২৭জন, মির্জাগঞ্জে ১টি কেন্দ্রে ৯শত ৫৮জন এবং রাঙ্গাবালি উপজেলায় ১টি কেন্দ্রে ৭শ ৪৭জন।
এদিকে এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় সদর উপজেলায় ৫টি কেন্দ্রে ২,২৩০জন, বাউফলে ২টি কেন্দ্রে ১,১৯৪জন, দুমকিতে ২টি কেন্দ্রে ৭৩৭জন, মির্জাগঞ্জে ১টি কেন্দ্রে ৬০৭ জন, গলাচিপায় ১টি কেন্দ্রে ৯৫৫জন, দশমিন- পয় ১টি কেন্দ্রে ৬১২জন, কলাপাড়ায় ২টি কেন্দ্রে ৯৩৫জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১টি কেন্দ্রে ১৫০জন পরীক্ষার্থী। এছাড়া আলীম পরীক্ষায় সদর উপজেলায় ২টি কেন্দ্রে ২৭৭জন, দুমকিতে ২টি কেন্দ্রে ৩৭৭জন, কলাপাড়ায় ১টি কেন্দ্রে ২৩০জন, গলাচিপায় ১টি কেন্দ্রে ২৭৬জন, মির্জাগঞ্জে ১টি কেন্দ্রে ১৭৫জন। এছাড়াও দশমিনায় ১টি কেন্দ্রে ১১৫জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছেন।এবং রাঙ্গাবালী উপজেলায় ১টি কেন্দ্রে আলীম পরীক্ষার্থী রয়েছে ১২৯জন।পরীক্ষা নকলমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য জানান।