• আইন ও আদালত

    পটুয়াখালীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে অমানবিক নির্যাতন, আদালতে মামলা দায়ের

      প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ১০:১৪:৪০ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন এর চর আন্ডা গ্রামের পঞ্চাশোর্ধ গৃহ বধূ মোসাম্মাত শেফালী বেগম (৫৭) নামের গক নারীকে তার পাষন্ড স্বামী ঐ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউঃআওয়ামী লূগের সভাপতি মো, মহিউদ্দিন বাচ্চু(৬০) কতৃক অমানবিক নির্যাতনসহ মারধর ও মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ এবং আদালতের মামলা সুএে জানা যায় নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মহিউদ্দিন বাচ্চু পটুয়াখালী পৌরসভার ৪নংওয়ার্ডের সবুজ বাগ এলাকার মৃত ইসমাইল মিয়ার পুএ এবং তিনি সবুজ বাগ(৪নংওয়ার্ডের) সাবেক কমিশনার ছিলেন।

    সেই সুবাদে গৃহবধূ শেফালী পটুয়াখালীর গরুর বাধ এলাকার বাড়ীতে আসা-যাওয়া করতো এবং তাকে প্রলোভন দেখিয়ে তার পুর্বের স্বামীকে ডিভোর্স দেওয়ার ব্যবস্হা করে ২৫ বছর আগে
    ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করলেও তাদের কোন কাবিন নামা কিংবা রেজিষ্ট্রিকৃত করে বিবাহ সম্পূর্ণ হয়নি।তার সাথে প্রতারনার আশ্রয় নেয় এবং গৃহবধূ শেফালী বেগম এর শহরের বাড়ী বিক্রির টাকা ছাড়া সঞ্চিত ৩ লক্ষ টাকা ও ৪ভড়ি স্বর্ন হাতিয়ে নেয় এই মহিউদ্দিন বাচ্চু। তাদের সংসার রক্ষা করার জন্য পাষন্ড স্বামীর নির্যাতন সহ্য করে আসছে বছরের পর বছর।

    এদিকে গৃহবধু শেফালী বেগমের গর্ভে কোন সন্তান না হওয়ার অজুহাতে এক এক করে তিনটি বিয়ে করে এবং রাঙাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন এর চর আন্ডা গ্রামে স্হায়ী ভাবে বসবাস করেন।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ