মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
"শিশুদের জন্য সুস্থ জীবন বিনির্মানে সিসা দূষণমুক্ত পরিবেশ আমাদের অঙ্গিকার" স্লোগানের স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গবেষণার তথ্য মতে পটুয়াখালীর শিশুদের দেহে ক্ষতিকর সিসার মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিন ব্যাপী সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, ইউনিসেফ বরিশালের ফিল্ড অফিসের সামাজিক ও আচরণ পরিবর্তন কর্মকর্তা ফরিদ আলম, পটুয়াখালী প্রকল্প প্রতিনিধি রিপন কুমার প্রমুখ।
পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকায় ব্যাটারি পুর্নব্যবহার দোকানের কর্মরত ও এর আশপাশ হতে স্থানীয় শিশুদের রক্তের নমুনা এবং আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোরালিয়া এলাকার মোট ২৪৮টি পরিবার থেকে ২৪৮জন শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয়েছে।
এ গবেষণায় ৪৬ শতাংশ শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে।
বাংলাদেশে মানবদেহে সীসা দূষণের দিন দিন বাড়ছে। সীসা দূষণের উৎস যেমন হলুদ, রং, পেট্রল, সীসা-অ্যাসিড ব্যাটারি ইত্যাদি ওপর নিয়ন্ত্রণ করে সিসা দূষণ কমাতে হবে। পৃথক গবেষণার মাধ্যমে সীসা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়েছে।উক্ত কর্মশালায় সিসা দূষণ প্রতিরোধে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীরা নিজস্ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উক্ত অনুষ্ঠানে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.