প্রতিনিধি ২৯ মার্চ ২০২৪ , ৬:১১:৫৬ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
গত (২৮ শে মার্চ) বৃহস্পতিবার (সকালে শহরের সোনালী ব্যাংক মোড়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়, শেষ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম চলবে। এখান থেকে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, মুরগির ডিম প্রতি পিস ৯ টাকা এবং গরুর দুধ প্রতি লিটার ৬৫ টাকা দরে যে কেউ কিনতে পারবেন।বৃহস্পতিবার প্রথম দিনেই ২০০ কেজি গরুর মাংস, ১২০০ পিস ডিম ও ৫০ লিটার দুধ বিক্রি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম দৈনিক আনন্দ বাজারক বলেন, বাজারমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, পটুয়াখালী হাঁস প্রজনন কেন্দ্রের ম্যানেজার সুকান্ত কর, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদ হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।