জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের ও কৃষক বাঁচাতে সার ও কৃষি যন্ত্রপাতির মূল্য কমানোর দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলেও পুলিশের বাধায় অর্ধেক পথে শেষ হয়। ইসলামী আন্দোলন, বাংলাদেশ' পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় শহরের প্রবেশদ্বার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিল। ডিসি কোর্টের সোনালী ব্যাংক মোড় পর্যন্ত আসার পরে পুলিশ বাধা দেয় এবং সেখানে শেষ করতে বলে।
প্রশাসনের নির্দেশনা মতে সেখানেই মিছিল শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে আয়োজকরা।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের কি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়, জনগণের স্বার্থ বিরোধী এ সিদ্ধান্ত বাতিল করে এবং সারসহ কৃষি উপকরনের মূল্য কমানোর দাবি জানান তারা। সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মাও,অহিদুজ্জামান,সহ সভাপতি মাও গোলাম সোরোয়ার,সাংগঠনিক মাও,আবুল হাসান,
নেতা আনছারুল হক আনসারী, আব্দুল হাই হাওলাদার।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.