• দুর্ঘটনা

    পটুয়খালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:২০:৩৩ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর চকবাজার এলাকায় সানজিদা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অদ্য ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩.০০ টার সময় পটুয়াখালী শহরস্থ চকবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

    ঘটনা সুত্রে জানা যায়, সানজিদার মানসিক সমস্যা থাকায় মা সাহিদা বেগম সবসময় সানজিদাকে তার সাথে সাথেই রাখতেন। এবং স্কুলেও নিয়ে যেতেন মা সাহিদা।১৬ ফেব্রুয়ারী তখন দুপুর দুইটা কি আড়াইট বাজে সানজিদার মা সাহিদা বেগম সানজিদাকে কোন কিছু খুজঁতে দেখে কি খুজঁছে এমন প্রশ্ন করায় সে কোন উত্তর না দিয়ে নিজের রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এসময় অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় তাৎক্ষণিক নিহতের মা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে। কিভাবে কি হলো বুঝতে পারছি না বলে জানান মা সাহিদা।

    নিহত সানজিদা পটুয়াখালী শহরস্থ চকবাজার এলাকার নাসিরউদ্দিন গাজীর মেয়ে। সে শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

    এ ব্যপারে পটুয়াখালী সদর থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ