• Uncategorized

    নড়াইল লোহাগড়ায় মটোরসাইকেল ও নছিমন মুখো-মুখি সংঘর্ষে নিহত ১

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৩:৪৭:২২ প্রিন্ট সংস্করণ

    নড়াইলের লোহাগড়ায় যশোর-কালনা সড়কের কচুবাড়িয়া নামকস্থানে মটোরসাইকেল ও নছিমন মুখো-মুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে ও আহত হয়েছে ১ জন। মঙ্গলবার দুপুর প্রায় ২ টার সময় এদুর্ঘটনা ঘটে। নিহতের নাম মামুন গাজী(২৫)। সে নড়াইল সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের বকতিয়ার গাজীর ছেলে।

    পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের বকতিয়ার গাজীর ছেলে ও তার বন্ধু একই এলাকার দত্তপাড়া গ্রামের শাহেদ শেখের ছেলে শকিল শেখকে সাথে নিয়ে মটোরসাইকেল যোগে লোহাগড়া থেকে কাজ শেষে বাড়ি ফিরে যাচ্ছিল।

    যশোর-কালনা সড়কের লোহাগড়া পৌরসভার সীমানার সামনে পৌছালে বিপরিদ দিক থেকে আসা নছিমনের সাথে মুখো-মুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটোরসাইকেল চালক মামুন গাজী নিহত হয় ও তার বন্ধু শাকিল আহত হয়। এলাকাবাসী আহত শাকিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে।

    লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু হেনা মিলন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ