• আইন ও আদালত

    নড়াইল ডিবি পুলিশের অভিযানে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ৪:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    পুলিশ সুপার মহোদয়ের (মোসাঃসাদিরা খাতুন) নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ(ডিবি) জনাব মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের এস আই সাইফুল ইসলাম এএসআই শরীফ, পার্থ ও হৃদয় কর্তৃক ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী নান্নু গাজি,পিং- আবু গাজি, সাং- ইতনা পূর্ব পাড়া,থেকে গ্রেফতার করেন। আসামীর নামে GR -131/17 ( 6 মাসের সাজা) ও GR- 90/18 এই দুইটি গ্রেফতারী পরোয়ানা আছে আসামীকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ