নড়াইলে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন মোছাঃসাদিরা খাতুন। নড়াইলের প্রথম নারী পুুুুলিশ সুপার মোছাঃসাদিরা খাতুন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপরে তিনি কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশলদি বিনিময় করেন।
জানা যায়, সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপার মোছাঃসাদিরা খাতুন নড়াইলে যোগদানের আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) হিসেবে কর্মরত ছিলেন। সাদিরা খাতুন ১৯৮০ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২৫ তম বিসিএসে (পুলিশ) সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন। ২০০৭ সালে সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে নাটোরে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.