মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় আউড়িয়া ইউনিয়নের সরাতলা গ্রামের আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী স্বামী রনি শেখ (২৪)কে নিহতের(১৪) ঘণ্টার মধ্যে গ্রেফতার করেন পুলিশ ও সহযোগী আব্বাস ফকির (২২) সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার (৫ নভেম্বর) ভোরে আছিয়ার স্বামী রনি শেখকে নড়াইল জেলার কালিয়া থেকে এবং রনির প্রধান সহযোগী আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ঘটনার পরপরই রনির বাবা মোঃ লিটু শেখ (৫৬ ) এবং তার দুই ভাই ইমরান শেখ (২৭) ও রুবেল শেখ (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত রনি শেখ নড়াইল সদরের সড়াতলা গ্রামের মোঃলিটু শেখের ছেলে এবং আব্বাস ফকির একই এলাকার জমির ফকিরের ছেলে। পেশায় দুজনই একটি বেসরকারি সিম কোম্পানির বিপণন কর্মী। উল্লেখ্য,গত (৪ নভেম্বর) শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিত ভাবে রনি শেখের বাড়িতে তার বন্ধু ও সহকর্মী আব্বাস ফকিরের সহযোগিতায় স্ত্রী আছিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এর ফলে ঘাড় থেকে গলা অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আছিয়ার শরীরসহ বিছানায় আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে রনির বাবা ও দুই ভাই ঘটনাস্থলে এসে আলামত নষ্টের চেষ্টা করে। স্থানীয়’রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে ও আছিয়া বেগমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ আছিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে নড়াইল সদর থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। (পুলিশ সুপার মোসাঃসাদিরা খাতুন)বলেন,পূর্বপরিকল্পিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছিয়ার স্বামীসহ মামলার পাঁচ আসামিকে (১৪) ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.