প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২২ , ৩:৫২:৪২ প্রিন্ট সংস্করণ
ন্যায়ের প্রদীপ ছানোয়ার
কলমে: আতিকুল ইসলাম আসিফ
ছানোয়ার স্যার ভালো মানুষ সত্যি কথা ভাই,,
তিনার মতো ভালো মানুষ আমার চোখে পরে নাই।
দেখতে যত সুন্দর তিনি তেমনি সুন্দর কথা –
খুব সহজে বুঝতে পারেন নানান জটিলতা।
এ এস আই সুজানগর থানা –
সকল সত্যের করেন প্রকাশ আছে যত জানা কিংবা অজানা।
সহজ সরল মানুষ তিনি একদম ভালো অতি,,,
ভালোবেসে মানুষের মাঝে দেখিয়েছেন প্রেম প্রীতি!
তিনার মধ্যে দেখেছি খুঁজে ধর্ম নিরপেক্ষতা
সুজানগর থানার মানুষেরা পেয়ে নতুন স্বাধীনতা।
যেমন তিনি বন্ধুময়ী তেমনি আচার-ব্যবহার-
নেই মনে তার বিন্দু মাত্র গর্ব অহংকার।
আমি আনন্দিত আমি উদভাশিত তিনাকে থানায় পেয়ে
সহস্র কলম ফুরিয়ে যাবে তিনার গুণ লিখতে গিয়ে।
দোয়া করি সারাজীবন ছড়াক ন্যায়ের আলো-
আল্লাহ যেন সব সময় রাখেন তিনাকে ভালো।