প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৩:১৭:১৭ প্রিন্ট সংস্করণ
নৌকার পালে হাওয়া লাগাতে নজরুল ইসলাম সাত্তারের বিকল্প নেই
মোহাম্মদ আসাদ বকশীগঞ্জ প্রতিনিধি ।
ইউপি নির্বাচনের অনেক মাস বাকি তারপরেও শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ । সম্ভাব্য প্রার্থীরা ব্যানার,পোষ্টার,ফেস্টুনের মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছেন। বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে যানা যায় ।
জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার ৬ নং নিলাক্ষিয়া ইউনিয়ন থেকে সরকার দলীয় নৌকা প্রতীক পেতে দোয়া ও সমর্থন চেয়ে বেশ কয়েকজন ফেস্টুন টানিয়েছেন তার মধ্যে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বেশ এগিয়ে। ক্লিন ইমেজখ্যাত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের জনপ্রিয়তাও বেশ। একজন সাদামনের মানুষ হিসাবে এলাকায় জনসর্থন রয়েছে অনেক । জানা যায় , ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছে । সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে বেশ সুনাম রয়েছে তার সহোদর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি ,দানবীর ও সমাজসেবক নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি। তিনি দির্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছে । ব্যবসায়ীক কারনে ঢাকায় অবস্থান করলেও এলাকায় তিনি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হিসাবে পরিচিত বিভিন্ন প্রাকূতিক দুর্যোগসহ সব সময় এলাকার মানুষের পাশে থাকেন করোনা মহামারীতে নিজেস্ব তহবিল থেকে ৮০ লক্ষ টাকার ত্রাণ দিয়েছেন এই নেতা। জামালপুর ১ আসনে তার বলয় খুব শক্ত, আওয়ামীলীগের বিশাল কর্মীবাহিনী রয়েছে তার সাথে জনপ্রিয়তাও আকাশচুম্মী। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে জামালপুর ১ আসন ( বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) থেকে বর্তমান সাংসদ আবুল কালাম আজাদ ও নূর মোহাম্মদ যৌথভাবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন । শেষ পর্যন্ত অবশ্য আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে নির্বাচন করেন । ধারনা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে শিল্পপতি নূর মোহাম্মদই হবেন জামালপুর ১ আসনের নৌকার কান্ডারি । বড় ভাইয়ের জনপ্রিয়তার পাশাপাশি নজরুল ইসলাম সাত্তার একজন সৎ মানুষ হিসাবে সুপরিচিত সততা ও নিষ্ঠার সাথে নজরুল ইসলাম সাত্তার চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে আসছে । ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথম নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে সে সময় তার বিরুদ্ধে কেহ কোন প্রকার অনিয়ম দূর্নীতির পক্ষপাতীর কথা তুলতে পারে নি। ২০১৬ সালে নৌকা প্রতীকে দ্বিতীয় বারের মতো নির্বাচন করে এবং বিপুল ভোটের মাধ্যমে জয় হন করোনা মহামারিতে যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে খোঁজ-খবর রাখছে সে সুনাম চারিদিকে। তার সময়ে সরকারি বরাদ্ধ বিতরনে কোন অনিয়মের ঘটনা ঘটেনি । ইউপি চেয়ারমায়নের রেষানলে পড়ে মামলা,হামলার হয়রানির শিকার হয়নি কোন মানুষ । নিলাক্ষিয়া ইউনিয়ন নির্বাচনে নজরুল ইসলাম সাত্তার এক সততার নাম । তাইতো আগামী ইউপি নির্বাচনে নৌকার পালে হাওয়ালা লাগাতে নজরুল ইসলাম সাত্তারের কোন বিকল্প নেই । নজরুল ইসলাম সাত্তারকেই আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হিসাবে দেখতে চায় নিলাক্ষিয়া ইউনিয়নবাসী। নজরুল ইসলাম সাত্তার নৌকা পেলে এই ইউনিয়নে নৌকার জয় সুনিশ্চিত। নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আমিন ( সাদ্দাম) বলেন, নজরুল ইসলাম সাত্তার একজন সৎ মানুষ । সততাই তার একমাত্র অবলম্বন পারিবাবিক ভাবেই তিনি স্বচ্ছল তাই অন্যের ধন সম্পদের প্রতি তার কোন লোভ লালসা নেই মানুষের সেবা করাই তার নেশা ও পেশা । মুজিব আদর্শের একজন পরিচ্ছন্ন মানুষ নৌকা প্রতীক পাবেন এমনটাই প্রত্যাশা করছি । নৌকার পালে হাওয়ালা লাগিয়ে জয়ের বন্দরে পৌঁছতে নজরুল ইসলাম সাত্তারের বিকল্প নেই বলেও জানান এই ছাত্রনেতা