• চট্টগ্রাম বিভাগ

    নোয়াখালীতে অপহরণের ৪ মাস পর তরুণ তরুণী উদ্ধার

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১০:৫০:৪২ প্রিন্ট সংস্করণ

    এম.এম জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধি:

    নোয়াখালী সদর উপজেলার জামালপুর গ্রামে প্রেম ভালবাসা জনিত কারণে মোঃ সুজন (৩৩), পিতা-হেঞ্জু মিয়া,গ্রাম জামালপুর (স্বর্নকার বাড়ী) সে একই বাড়ীর বাসিন্ধা আব্দুর রহিমের মেয়ে রুবি আক্তার (১৫) কে পালিয়ে নিয়ে উভয় পরিবারের অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করে। এই ব্যাপারে রুবির পিতা বাদী হয়ে নোয়াখালী সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার এবং মামলার অধিকতর তদন্তের জন্য মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করেন পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম । দীর্ঘ চার মাস পর ১৭ই অক্টোবর সোমবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি সুজনকে গ্রেফতার ও ভিকটিম রুবিকে উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। প্রসঙ্গতঃ গেল ১৫ই জুন ভিকটিমের বাবা আব্দুর রহিম তার মেয়েকে অপহরণের দায়ে সুজনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলা নং ৪৩/২৩১ এ মামলা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ