প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১২:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি;
আজ ১৬ ডিসেম্বর বাঙালীদের এক গৌরবময় দিন।তাই প্রতি বছরের ন্যায় এ বছরও ১৬ই ডিসেম্বর বেশ আনন্দের সাথে উদযাপন করা হচ্ছে সারা বাংলাদেশে। বিজয় দিবস উদযাপনে বাংলাদেশের কওমি মাদ্রাসা গুলোও পিছিয়ে নেই। তারাও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করছে। কেউ বা কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শহীদদের রুহের মাগফেরাত কামনা করছে, আবার কেউ লাল সবুজ পতাকা জড়িয়ে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছে।
তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার হিজলা উপজেলায় বড়জালিয়া ইউনিয়নের পশ্চিম শ্রীপুর গ্রামে অবস্থিত নূরে মদিনা মডেল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে। এতে উপস্থিত ছিলেন, নূরের মদিনা মদিনা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ।সহকারী শিক্ষক, মাওলানা ফয়জুল্লাহ আল মোবারক,মুফতি সালাহ উদ্দিন,হাফেজ মোঃ সাদ সাহেব,মাষ্টার মোঃ নজরুল ইসলাম,মাস্টার মোঃ ফাহাদ,মাস্টার মোঃ আরিফুল ইসলাম।